
		পলি জমে ভরাট হয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় কৃত্রিম জলাশয় রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ। এতে সংকুচিত হচ্ছে মাছের প্রজননক্ষেত্র। দিন দিন কমছে উৎপাদন। তাই প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার।
কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন, আহরণ ও বাজারজাতকরণের দায়িত্ব বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির। প্রতিবছর বর্ষায় মা মাছ প্রাকৃতিকভাবে ডিম ছাড়লেও পলি জমার কারণে ভরাট হচ্ছে হ্রদ। সংকুচিত হচ্ছে মাছের প্রজননক্ষেত্র। ফলে হ্রদের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হচ্ছে। দিন দিন কমছে মাছের উৎপাদন।
হ্রদে মাছের উৎপাদন বাড়াতে মারিশ্যাচর হ্যাচারিতে রেনু উৎপাদন ও পুকুরে পোনা প্রতিপালন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএফডিসি। চট্টগ্রামের হালদা নদী ও কাপ্তাই হ্রদের রুইজাতীয় মা মাছ এনে কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন করা হচ্ছে হ্যাচারি ও পুকুরে।
এবছর প্রায় ৬০ মেট্রিক কার্পজাতীয় পোনা মাছ অবমুক্ত করার লক্ষ বিএফডিসির। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি হ্রদের টেকসই ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের দাবি স্থানীয়দের।
মন্তব্য করুন