মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভোরে মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরল ৪ প্রাণ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৯:১৬ এএম
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া হাইওয়ে থানা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছে, আহত হয়েছে ১৪ জন।

শনিবার ভোরে সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মাঝে ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহতরা হলেন, যশোরের মধুগ্রাম থানার বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৬৫), পাগলাদাহ থানার ইনসান আলির ছেলে ডা. জালাল (৬৫), ডা. আব্দুল হালিম (৫৫) এবং পাগলাদাহ থানার মো. বাপ্পির ছেলে হাসিব (৩২)। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী একটি নাইটকোচ (হামদান এক্সপ্রেস) চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে আলাদাভাবে ধাক্কা খায়। তিনি আরও জানান, ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

ঘটনার পর হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়। কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক হয়। দুর্ঘটনাস্থলে একযোগে কাজ করছে হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান