মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

‘জুলাই সনদ’ নিয়ে শঙ্কিত আলী রীয়াজ

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৪:৩৭ পিএম

নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই সনদ’ প্রকাশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সপ্তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এমন শঙ্কা প্রকাশ করেন।

এ সময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাৎবার্ষিকীতে সবাই মিলে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবো।

আদৌ সেটা হবে কি না, সে বিষয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বাস্তবে সেটা কতটা সম্ভব হবে, তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। আমরা খানিকটা শঙ্কিত।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয়। ভবিষ্যতে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কেউ যাতে সাংবিধানিক সংস্কার করতে না পারে, তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জুলাই মাসের মধ্যে অবশ্যই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে।

দেশের স্বার্থে সংস্কারের আলোচনায় অগ্রগতি প্রয়োজন বলে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, আমরা কেউই চাই না আগের অবস্থায় ফিরে যেতে। তাই দেশের স্বার্থে আপনারা বিষয়টি বিবেচনা করুন।

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, যে অঙ্গীকার নিয়ে আমরা গত জুলাইয়ে ছিলাম, তার কতটা অর্জিত হয়েছে? আমরা কি শুধুই দলের ও নিজের স্বার্থ চাইবো? নাকি দেশের স্বার্থও কিছু দেখবো?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান