
		প্রয়োজনের পাশাপাশি সৌন্দর্য্য বাড়াতে ব্যাপক চাহিদা সিলেটের বাঁশ ও বেত দিয়ে তৈরি আসবাবপত্রের। স্থানীয় চাহিদা মিটিয়ে সিলেটের বাঁশ ও বেত যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। তবে কাঁচামালের সংকট, বাজার ব্যবস্থার ত্র“টিসহ নানা সংকটে ভুগছে ঐতিহ্যবাহী এই শিল্প।
বাঁশ ও বেতের নান্দনিক এসব আসবাবপত্র নিপুন হাতে তৈরি করছেন সিলেটের হস্তশিল্প কারিগররা। স্বাধীনতার আগে থেকেই উত্তরাধিকার সূত্রে কারিগররা এসব হস্তশিল্প নির্মাণ করে আসছেন। অন্যান্য আসবাবের তুলনায় কিছুটা ভিন্ন এবং বাংলার ঐতিহ্যকে বহন করে বাঁশ ও বেতের তৈরি এই শিল্প। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্যের কদর রয়েছে পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে।
জেলার জৈন্তাপুর, সারিঘাট এবং সুনামগঞ্জ থেকে আসতো এই শিল্পের কাঁচামাল। তবে কারিগররা বলছেন, গেল কয়েক বছর ধরে কাঁচামালের সংকট, অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি এবং বাজার ব্যবস্থা গড়ে না ওঠায় ধুঁকছে সম্ভাবনাময় এই শিল্পটি।
এই শিল্পের প্রসারে সরকারি-বেসরকারি পর্যায়ে আর্থিক ও কারিগরী সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন বেত শিল্পের গবেষক দেলওয়ার হোসেন খান। ঐতিহ্যবাহী শিল্পটি প্রসারে প্রশাসন আরো কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মন্তব্য করুন