মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ঘাটতি 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১০:৪১ এএম

চিকিৎসক ঘাটতিসহ তীব্র জনবল সংকটে ভুগছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘদিন ধরে বিঘ্নিত হচ্ছে এর সেবা কার্যক্রম। ডাক্তার, নার্স, মেডিক্যাল এসিস্ট্যান্ট, ফিল্ড স্টাফসহ বিভিন্ন পদ শূন্য। এমন পরিস্থিতিতে চিকিৎসা সেবা দেয়া কঠিন, বলছেন চিকিৎসকরা।

২০২৩ সালে ৫০ শয্যার এই হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও কাক্সিক্ষত সেবা পাচ্ছেনা স্থানীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন ডাক্তারের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৪ জন। এছাড়া নার্স, মেডিক্যাল এসিস্ট্যান্ট, ফিল্ড স্টাফ, সাপোর্ট স্টাফসহ বিভিন্ন পদে শূন্যতা রয়েছে। তীব্র জনবল সংকটে সেবা কার্যক্রম ব্যাহত ।

এসব ঘাটতি ও অব্যবস্থাপনার কারণে অনেকেই নিরুপায় হয়ে জেলা কিংবা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এতে ব্যয় ও ভোগান্তি দুইই বাড়ছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত)ডা: জান্নাতুন নেছা ও ডেন্টাল সার্জন মাহবুবা আক্তার আঁকি।

এই সংকটের কারণে চিকিৎসাসেবা প্রদান কঠিন হয়ে পড়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোমেনুল ইসলাম।

হাসপাতালটিতে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা না গেলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ার শংকা স্থানীয়দের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান