
		শেরপুরের শ্রীবরদীতে লাল-কালো জাতের আঙ্গুর চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন কৃষি উদ্যোক্তা মিজানুর রহমান। পাঁচ ধরনের জাত নিয়ে শুরু করে ৫০ জাতের আঙুরের পরীক্ষামূলক চাষ করছেন। এবার বাণিজ্যিকভাবে এগুতে চান। আঙ্গুর চাষে আগ্রহী কৃষকদের সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে, কৃষি বিভাগ।
শেরপুরের শ্রীবরদীর মেঘাদল গ্রামের বাসিন্দা মিজানুর রহমান। তার বাবা জালাল মিয়ার ভারতে ঘুরতে গিয়ে শখের বসে দুই জাতের ১০টি আঙ্গুর ফলের চারা নিয়ে আসেন। আঙ্গুর চাষ করে সফলতাও পান তিনি। এরপর বাবার সাথে মিজানুর রহমান পাঁচটি জাত দিয়ে শুরু করে আরো পঞ্চাশটি জাতের পরীক্ষামূলক চাষ করেন।
সবুজ জাত ছাড়াও লাল জাতের বাইকোনুর, একলো, ফিয়ামিত্তারোজ ও কালো জাতের মাসকট ব্লু, ব্ল্যাক ম্যাজিক জাতের আঙ্গুর চাষ করেন। ফলন ভাল হওয়ায় আরো বড় পরিসরে বাণিজ্যিকভাবে চাষ করতে চান বলে জানান তিনি। এলাকাবাসী জানান, মিজানের আঙ্গুর বাগান আর তার সফলতা দেখে অনেকেই আঙ্গুর চাষে আগ্রহী হচ্ছে। কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন। মিজানের বাগানে এখন ১৫০টি গাছ ফল দিচ্ছে।
মন্তব্য করুন