
		বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র বন্দর গুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সমুদ্র তীরবর্তী এলাকায় বাতাসের তীব্রতা ও সমুদ্র উত্তাল থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এজন্য মাছ ধরার নৌকাগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে ও দেশের অন্যান্য কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। চার জুলাইয়ের পর বৃষ্টিপাত আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘন্টায় কক্সবাজারে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৩৩ মিলিমিটার।
মন্তব্য করুন