
		২০১৮ সালের জাতীয় নির্বাচন অনিয়ম ও প্রহসনের ভোট আয়োজনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
মঙ্গলবার (০১ জুলাই) বিকালে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এ স্বীকারোক্তি দেন তিনি।
১৬৪ ধারায় জবানবন্দিতে, নুরুল হুদা রাতের ভোটের দায় নিয়ে জানিয়েছেন, ২০১৮ সালে তার অধীনে আয়োজিত জাতীয় নির্বাচন ছিল পক্ষপাতমূলক। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ।
এর আগে, গত ২২ জুন রাজধানীর উত্তরা থেকে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর ২০১৮ সালের নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা এক মামলায় তাকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।
মন্তব্য করুন