
		সাভারে অভিযান পরিচালনা করে নকশা বহির্ভূত ৪টি বাড়ির অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক)।
বুধবার (২ জুলাই) সকাল থেকে সাভার পৌরসভার টান গেন্ডা এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাজউক'এর অনুমোদন না নেওয়া ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়েছে। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা নেয়া হয়। যারা ভবন নির্মাণ পরিকল্পনা করবেন তারা যেনো রাজউক থেকে অনুমোদন নিয়ে নকশা অনুযায়ী ভবন নির্মাণ করে এই বিষয়ে সচেতনতা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, রাজউক জোন ২-৩ এর অথরাইজড অফিসার রঙ্গন মন্ডল ও ইমারত পরিদর্শক আব্দুর রহিমসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মন্তব্য করুন