
		বিগত ১৬ বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে দলের প্রতিটি কর্মসূচিতে চিকিৎসকদের সক্রিয় উপস্থিতি ছিল বলে জানিয়েছেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (তোসোরা জুলাই) কুমিল্লার টাউন হল মাঠে জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিএনপি নেতা বলেন, ২০০৯ সালের পর থেকে বিএনপির প্রতিটি নেতা-কর্মী শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে এক অসম যুদ্ধে নেমেছে। এই সময়ে দলের নেতাকর্মীরা গুম, হত্যাসহ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এই দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে একটি সুসংগঠিত প্রতিরোধ গড়ে ওঠে। জুলাই আন্দোলনকে চিরস্মরণীয় করে রাখতে ভবিষ্যতে রক্তদান বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন