
		গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। বৃহস্পতিবার (তোসোরা জুলাই) রাজধানী রায়েরবাজার বৈধভূমিতে গণঅভ্যুত্থানে শহীদ বীর শহীদদের স্বরণে বিশেষ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাজমুল হাসান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশ থেকে টাকা পাচার করে অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে নানাভাবে নির্যাতন করা হতো। জুলাই আগস্ট বিপ্লবে গুলি করে মানুষ হত্যার দায়ে তাদের বিচারের সন্মুখীন করতে হবে। পরে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে পবিত্র কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত ও দোয়া করা হয়। এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পিসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন