
		ফরিদপুর সদরের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ.কে. আজাদের ঝিলটুলীস্ত বাসায় হামলার ঘটনায় ১৬ জনের নামে মামলা দায়ের হয়েছে। এসময় অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। আজ শনিবার সকালে মামলা হিসেবে রুজু হয়।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় হামীম গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান ফরিদপুর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন। এজাহারে বলা হয়, একদল উগ্র সন্ত্রাসী বাড়ির নিরাপত্তারক্ষী মেহেদী হাসানকে হুমকি দিয়ে বাসায় প্রবেশ করে ত্রাস সৃষ্টি ও অরাজক পরিস্থিতি তৈরি করে।
কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান জানান, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন