
		মাদারীপুরের কালকিনি উপজেলার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। বৃষ্টি হলেই ঘরে জমে পানি। কোনো মতে পাটকাঠি ও পলিথিনের জোড়াতালি দিয়ে বসবাস করছেন এখানের বাসিন্দারা। ঘরগুলো দ্রুত মেরামত করার দাবি আশ্রিতদের। স্থানীয় প্রশাসন বলছে, বরাদ্দ পেলে জরাজীর্ণ ঘরগুলো সংস্কার করা হবে।
৭০ বছরের আলি আহমেদ হাওলাদার। জায়গা-জমি না থাকায় ২০০২ সালে মাথা গোঁজার ঠাঁই মেলে সরকারি ঘরে। কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের কোলচরি সস্তাল এলাকায় খালের পাশে নির্মিত সরকারি আশ্রয়ণ প্রকল্পে কেটেছে তার পরিবারের ২৫ বছর।
শুধু আলী আহমেদ নয় এই আশ্রয়ন প্রকল্পের আটটি ব্যারাকে বসবাস করে ৮০ টি পরিবার। তবে বর্তমানে ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাকা মেঝে ভেঙে গেছে। টিনের চালা মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই ফুটো চাল দিয়ে পানি পড়ে।
ঘর মেরামতের জন্য সরকারি সবল দপ্তরে আবেদন করেও কোনো সাড়া মেলেনি বলে জানান সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট দপ্তর থেকে অর্থ বরাদ্দ পেলে ঘরগুলো সংস্কারের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনী।
মন্তব্য করুন