
		ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও জলমগ্ন সদর ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চল। আর ভারী বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছে মানুষ। তবে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটে চলাচলে দুর্ভোগ বেড়েছে বানভাসীদের।
টানা দুইদিন ভারী বৃষ্টি না হওয়ায় স্বস্তি ফিরেছে ফেনীর বন্যা কবলিত এলাকায়। কমতে শুরু করেছে পানি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরছে বানভাসীরা। খুলে দেয়া হয়েছে ফেনী নদীর সুইচ গেইটের ৪২ টি ফটক।
তবে রাস্তাঘাট বাড়িঘরের ভয়াবহ ক্ষয়ক্ষতি হওয়ায় দুর্ভোগে ফুলগাজী,পরশুরাম ও ছাগলনাইয়ার বহু পরিবার।
বিভিন্ন এলাকায় পানি কমায় বন্যার ক্ষয়ক্ষতি স্পষ্ট হচ্ছে। বিধ্বস্ত কাঁচাঘর ঘরগুলো মেরামত করে বসবাসের উপযোগী করতে সময় লাগবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
এদিকে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছেন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক-ই-আজম। বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র ও ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
মন্তব্য করুন