
		আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অভ্যুত্থানের বর্ষপূতিতে জুলাই গণহত্যার বিচার শেষ করার চেষ্টা চলছে।
সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জের হাজীগঞ্জে জুলাই অভ্যুত্থানে জেলার শহীদ ৫৬ জনের স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধনে গিয়ে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, বিচার দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ৫ আগস্ট এর আগে জুলাই-২৪ ঘিরে সব মামলার চার্জশিট জমা দেয়ার চেষ্টা চলছে। আর অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার কার্যক্রম শেষ করা হবে।
আসিফ নজরুল বলেন, স্থানীয়ভাবে অনেক হত্যাকাণ্ড ও চাঁদাবাজি হচ্ছে। আপনারা জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। প্রশাসন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের আরও চার উপদেষ্টা আদিলুর রহমান, মুহাম্মদ ফাওজুল কবির খান, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও রেজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন