মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
মব সহিংসতা ঠেকাতে

মোবাইল অপারেটরদের সহযোগিতা চাইলেন সরকার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১১:৫৭ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১১:৫৮ এএম

মব সহিংসতা ঠেকাতে মোবাইল অপারেটরদের কাছে আগাম সহযোগিতা চেয়েছে সরকার। এ ক্ষেত্রে ডেটা অ্যানালিটিকস এবং এআই’র মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে আগাম সতর্কবার্তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

যৌথভাবে কাজ করতে এরইমধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের আশা, এই উদ্যোগের মাধ্যমে চলমান পরিস্থিতির উন্নতি হবে।

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে বুধবার (৯ জুলাই) ব্যস্ত সড়কে প্রকাশ্যে ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। তাকে রক্ষা করতে কেউ এগিয়ে আসেনি। সম্প্রতি পাশবিক নির্যাতনের পর এক নারীকে পেটানোর ঘটনা ঘটেছে কুমিল্লায়।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে ৭০টি গণপিটুনির ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। মব সন্ত্রাস নিয়ে জনমনে বাড়ছে আতঙ্ক, উদ্বেগ। এমন বাস্তবতায় মব ঠেকাতে টেলিকম প্রযুক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার।

মোবাইল ফোন সব সময় নিকটতম টাওয়ারের সঙ্গে সংযুক্ত থাকে। টাওয়ারের মাধ্যমে হ্যান্ডসেটের সিগন্যাল তথ্য বিশ্লেষণ করে গ্রাহকের অবস্থান, গণসমাবেশ নির্ণয় করা যায়। ফলে কোনো নির্দিষ্ট এলাকায় মব সংগঠিত হওয়ার আশঙ্কা থাকলে নিকটবর্তী টাওয়ারের সিগন্যাল বিশ্লেষণের মাধ্যমে পূর্বাভাস পাওয়া সম্ভব।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, ‘একটা ন্যাশনাল ডাটা অ্যানালিটিকস সেন্টার করার জন্য সরকারকে অনুরোধ করেছিলাম, যেটার মাধ্যমে মানুষের মুভমেন্টটা কোথায় বেশি হচ্ছে, সেটা কিন্তু এখন প্রযুক্তির সহযোগিতায় বের করা সম্ভব।’ আর এই তথ্য অপারেটরদের আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহের অনুরোধ করেছে সরকার।

এ বিষয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, মব যেখানে তৈরি হয়, সেখানকার ডাটা বিশ্লেষণ করে পুলিশকে কীভাবে যুক্ত করা যায়, এ ব্যাপারে আমরা প্রাথমিক আলোচনা শুরু করেছি। এরইমধ্যে এ বিষয়ে পুলিশ সদর দফতরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মোবাইল অপারেটররা বলছে, জাতীয় স্বার্থে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান