মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
সূত্রাপুরে বিস্ফোরণ

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল শিশু আয়শা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০১:৫০ পিএম

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক বছরের শিশু আয়েশা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গত শুক্রবার ভোররাতে সূত্রাপুর এলাকা থেকে একই পরিবারের পাঁচ সদস্যকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। অবশেষে সোমবার রাতেই তার মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় আয়েশার বাবা রিপন (৬০ শতাংশ দগ্ধ), মা চাঁদনী (৪৫ শতাংশ), ভাই রোকন (৬০ শতাংশ) ও তামিম (৪২ শতাংশ) বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন বলেন, ‘আমার ভাগিনা পেশায় ভ্যানচালক। শুক্রবার গভীর রাতে পরিবারের সবাইকে নিয়ে তারা ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘরে একটি বিস্ফোরণ ঘটে। আমরা ধারণা করছি, গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আয়েশা মারা গেছে, আর বাকিদের অবস্থাও খুবই খারাপ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান