মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হৃদযন্ত্রে ছিদ্র সামিয়ার, দায়িত্ব নিলেন এসপি

সাভার সংবাদদাতা
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৯:৩৯ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১০:১৩ এএম
হৃদযন্ত্রে ছিদ্র সামিয়ার, দায়িত্ব নিলেন এসপি
হৃদযন্ত্রে ছিদ্র সামিয়ার, দায়িত্ব নিলেন এসপি

জন্ম থেকে হৃদযন্ত্রে ছিদ্র সামিয়ার। জীবন বাঁচাতে জরুরি হয়ে পড়ে অস্ত্রোপচারের। মানুষের দ্বারে দ্বারে ঘুরেও যখন কোনো উপায় খুঁজে পাচ্ছিলো না তার দরিদ্র পরিবার, ঠিক তখনি সাহয্যের হাত বাড়িয়ে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। সামিয়ার চিকিৎসার সব দায়িত্ব নেন এই পুলিশ কর্মকর্তা। তার চেষ্টায় নতুন জীবন খুঁজে পেয়েছে ১২ বছরের সামিয়া।

১২ বছরের কিশোরী সামিয়া। চার ভাই বোনের মধ্যে সামিয়া ২য়। বাবার সামান্য আয়ে চলে তাদের ছয় সদস্যের পরিবার। ভাগ্যের নির্মম পরিহাসে হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে জন্ম নেয়া সামিয়ার চিকিৎসকরা ২০১৯ সালেই অস্ত্রোপচারের পরামর্শ দেন। তবে অভাবের সংসারে প্রতিদিনের খরচই যেখানে সংগ্রামের, সেখানে ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা অসম্ভব হয়ে দাঁড়ায় সামিয়ার বাবার জন্য।

সম্প্রতি তার অবস্থার অবনতি ঘটলে জীবন বাঁচাতে জরুরি হয়ে পরে অস্ত্রোপচারের। সেই খরচ নিয়ে যখন দিশেহারা পরিবারটির, ঠিক তখন পাশে এসে দাঁড়ান ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। গত ২৩ জুন সামিয়াকে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয় এবং ৮ জুলাই তার ওপেন হার্ট সার্জারি অপারেশন হয়। ভর্তির শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালের যাবতীয় খরচ বহন করেন ঢাকা জেলা পুলিশ সুপার। অস্ত্রপচারের পর এখন অনেকটা সুস্থ সামিয়া।

সামিয়ার কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার অসহায় বাবা মা।

ছোট্ট সামিয়া ফিরতে চায় স্বাভাবিক জীবনে।

শুধু চিকিৎসাই নয়, সামিয়ার ভবিষ্যত পড়াশোনার সমস্ত ব্যয়ভার বহনের আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মকর্তা আনিসুজ্জামান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান