মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হাতিরঝিলে উল্টোপথে যানবাহন চলবে না: রাজউক চেয়ারম্যান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০১:২৫ পিএম

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, হাতিরঝিলে উল্টোপথে কোনো যানবাহন চলাচল করতে পারবে না।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে হাতিরঝিল এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। হাতিরঝিল এলাকাকে একটি দর্শনার্থীবান্ধব ও পরিবেশের জন্য নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, হাতিরঝিল এলাকায় অবৈধভাবে পার্ক করা গাড়ির জন্য যানজটের সৃষ্টি হচ্ছে। পরিদর্শনের সময় রাজউক চেয়ারম্যান দায়িত্বরত পুলিশ সার্জেন্টকে এ বিষয়ে নির্দেশনা দেন এবং ট্রাফিক বিভাগ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা জানান।

এ সময় হাতিরঝিলে উল্টোপথে আসা বেশকিছু যানবাহনকে থামানো হয় এবং চালকদের সঠিক পথে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যদেরকে নিয়ম মেনে সঠিক পথে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান