
রংপুর নগরীর বেশীর ভাগ সড়কই বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই চলার অযোগ্য হয়ে পড়ে খনা-খন্দে ভরা সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এছাড়া প্রায় ঘটে দুর্ঘটনা। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ পেলে সড়ক সংস্কার করা হবে।
রংপুর নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কটি বেহাল দশা। পুরো সড়ক জুড়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। প্রায় সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে লালমনিরহাট, কুড়িগ্রামসহ চার জেলার প্রায় ৫০ লাখ মানুষের চলাচল।
নগরীর বাবুখাঁ মিস্ত্রিপাড়া, ইসলামপুর, হাজীরহাট, তাজহাটসহ প্রায় সব এলাকার সড়কেই বড় বড় গর্ত, উঠে গেছে পিচ। নগরীর ১২’শ ২২ কিলোমিটার পাকা সড়কের প্রায় সাড়ে তিন’শ কিলোমিটারের এই দশা।
বরাদ্দ পেলেই সড়ক সংস্কার করা হবে বলে জানান রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী ।
মন্তব্য করুন