মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রবিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৮:২০ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৮:২৪ পিএম

রবিবার (১০ আগস্ট) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসি জানায়, আগামীকাল রবিবার সাড়ে ৪৪ লাখের বেশি ভোটার যুক্ত করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর উপজেলা কর্মকর্তারা এই তালিকা নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন। ভোটার তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তির তথ্য ভুল থাকলে তা সংশোধনের জন্য (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ এর মাধ্যমে আবেদন করতে হবে) করতে পারবেন ২১ আগস্ট পর্যন্ত।

এরপর দাখিল করা আবেদনগুলো সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তির শেষ করা হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

এদিকে যাদের বয়স ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারাও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সবশেষে ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার সংখ্যা রয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান