
রাজধানীর নিউমার্কেটের তিনটি দোকান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৯ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১০ আগস্ট) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আবদুল ওয়াহাব। রিমান্ডে যাওয়ারা হলেন- শুকুর আলী, রোকন মিয়া, হৃদয় মিয়া, রাকিব, স্বপন, নুর হোসেন লিমন, সাজ্জাদ আহম্মেদ, আলী আকবর ও সাজিদ হাসান।
এদিন আসামিদের আদালতে হাজির করে অস্ত্র আইনের মামলায় সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই পাভেল আহমেদ। এর আগে শনিবার রাতে নিউমার্কেটের তিনটি দোকান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করার কথা জানায় সেনাবাহিনী। এ সময় ৯ দোকানিকেও আটক করার কথা জানানো হয়।
মোহাম্মদপুর সোহরাওয়ার্দী মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনী আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইস্টবেঙ্গল রেজিমেন্ট-২৩ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, ‘ঢাকার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের শোডাউনে এ ধরনের অস্ত্র দেখা যায়, যা সন্ত্রাসীদের হাতে তুলে দিচ্ছে একটি চক্র।’
নিউমার্কেটের তিনটি দোকানের গোপন স্থান থেকে ওই অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এইসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে হোম ডেলিভারিও দেয়া হয়।
মন্তব্য করুন