
		বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক তথ্য উপদেষ্টা, বেগম জিয়ার রাজনীতি জীবনের এক সাহসী বাগ্মী পুরুষ, বিগত চারদলীয় জোটের রুপকার,সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার উচ্চকণ্ঠ বরেণ্য সাংবাদিক ও রাজনীতিবীদ আনোয়ার জাহিদ স্বরণে জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও দোয়া মোনাজাতের অনুষ্ঠিত হয়।
ভারতীয় আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদ বিরোধী রাজনীতির পথিকৃৎ ছিলেন আনোয়ার জাহিদ। যখনই আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ বিরোধী আন্দোলন গড়ে উঠবে তখনই আনোয়ার জাহিদ আমাদের সামনে চলে আসবেন আলো হিসাবে বলে মন্তব্য করেছেন জাতীয় জনতা ফোরাম আয়োজিত-সব্যচাষী আনোয়ার জাহিদ এর ১৭তম মৃত্যু বার্ষিকী মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে শ্রদ্ধা নিবেদন কালে এসব কথা বলেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় আনোয়ার জাহিদের দেখানো পথে পথহারা রাজনীতিকে সংস্কার করতে না পারলে রাজনীতি আবারো পথ হারাতে পারে। দেশের রাজনীতি পথ হারালে জুলাইয়ের অর্জন ছিনতাই হয়ে যাবে।
জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের আয়োজনে বুধবার (১৩ আগস্ট) প্রাজ্ঞ সাংবাদিক ও রাজনীতিক জননেতা আনোয়ার জাহিদের ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে - লেখক কলামিস্ট, জনতা ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যুগ্ন আহ্বায়ক ও এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা ছাড়াও আরো উপস্থিত ছিলেন সেলিম খান, সাইদুর রহমান, জামাল সরকার সহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে আনোয়ার জাহিদ এর ভক্ত অনুরাগী ও শীর্ষরা এসব কথা বলেন।
ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া আরো বলেন, দুর্নীতি আর দুবৃত্তায়নের কারণে রাজনীতি ক্রমান্বয়ে জনগনের আস্থা হারাচ্ছে। সুবিধাবাদি আর লুটেরারা আবারো রাজনীতি নিয়ন্ত্রনের ষড়যন্ত্র করছে। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য পরতিষ্ঠিত হয়েছিল তাতে বিভক্তি সৃষ্টি হয়েছে। এই বিভক্তির ফলে রাজনীতিবিদরা পরিহাসের পাত্রে পরিণত হচ্ছে। দলীয় বিবেচনায় তাদের অসম্মানিত করা হচ্ছে। যা জাতির জন্য কল্যাণকর নয়।
তিনি বলেন, উজান স্রোতের যাত্রী জননেতা আনোয়ার জাহিদও শেষ জীবনে শিকার হয়েছিলেন তথাকতিথ জাতীয়তাবাদী সুবিধাবাদি রাজনীতির। আনোয়ার জাহিদ কখনো তার রাজনীতির সাথে বিশ্বাসঘাতকতা করেননি। তিনি যে রাজনীতি বিশ্বাস করতে তাই প্রয়োগ করার চেষ্টা করতেন। আমরা যখন শুধুমাত্র ক্ষমতায় জন্য রাজনৈতিক বিশ্বাসকে পদদলীত করতে কুন্ঠিত হই না, তখন আনোয়ার জাহিদ আমাদের স্মরণ করিয়ে দেয় রাজনীতির সঙ্গা কি?
জাতীয় জনতা ফোরাম সভাপতি ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার ; আনোয়ার জাহিদের মত মেধাবী ও দেশপ্রেমিক রাজনীতিকদের ছিটকে ফেলে দেয়ার মাশুল আজও জাতীয়তাবাদী শক্তিকে দিতে হচ্ছে। তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন অতৃপ্ত বাসনা নিয়ে। যার ফল আজও আমাদের ও জাতীয়তাবাদী শক্তিকে ভোগ করতে হচ্ছে। মজলুম জননেতা মওলানা ভাসানী ও জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়া পরবর্তী জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক রাজনীতির স্বার্থক নেতৃত্ব আনোয়ার জাহিদ। যখন রাজনীতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আঙ্গুল উঠানো হয় তখন আনোয়ার জাহিদকে উপস্থিত করা যায় সততা দৃষ্টান্ত হিসাবে।
তিনি আরও বলেন ; একজন সব্যসাচী দেশবরেণ্য সাংবাদিক ও রাজনীতিবিদ ছিলেন আনোয়ার জাহিদ। রাজনীতিক জীবনে আনোয়ার জাহিদ তার রাজনৈতিক প্রতিপক্ষের কঠোর সমালোচনা করলেও কারো সর্ম্পকে কুটুক্তি বা অশ্লিষ শব্ধ ব্যাবহার করতেন না। যা আজকের রাজনীতিতেই ক্রমেই কমে হ্রাস পাচ্ছে। তিনি সারাটা জীবন জাতীয় ঐক্যের রাজনীতি করেছেন। তার প্রদর্শিত পথে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, জাতীয়তাবাদী শক্তি ক্ষমতা ভোগ করেছে। দুঃখ জনক হলেও সত্য যে, আনোয়ার জাহিদ প্রতিষ্ঠিত ঐক্যের শাসমালেও তিনি অবহলার ও অপমানের শিকার হয়েছেন।
এনডিপি মহাসচিব ও আনোয়ার জাহিদ স্মৃতি সংসদ সমন্বয়কারী মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, আনোয়ার জাহিদ আমাদের ছেড়ে চলে গিয়েছেন অতৃপ্ত বাসনা নিয়ে। মজলুম জননেতা মওলানা ভাসানী ও জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়া পরবর্তী জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক রাজনীতির স্বার্থক নেতৃত্ব ছিলেন তিনি। যখন রাজনীতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আঙ্গুল উঠানো হয় তখন তাকে উপস্থিত করা যায় সততার দৃষ্টান্ত হিসাবে।
মন্তব্য করুন