মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভোটাধিকার নিশ্চিতে প্রবাসীদের নিবন্ধন শুরু ১১ নভেম্বর 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

বাংলাদেশী নাগরিকের দেশের বাইরে থাকা বেশ বড় একটা অংশ এখন ভোট দেওয়ার সুযোগ পাবেন। এবারই প্রথম লাখ লাখ প্রবাসীকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ দেওয়া হচ্ছে। যেসব ভোটার দেশের বাইরে বা দেশের ভেতর থেকেও পোস্টাল ব্যালটে ভোট দিতে চান তাদের তালিকা করতে নিবন্ধন কার্যক্রম চলতি বছরের ১১ নভেম্বর থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিস্তারিত কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোডম্যাপে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারির মধ্যে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের যাবতীয় কার্যক্রম শেষ করা হবে। বিভিন্ন কাজে যারা দেশের ভেতরে নিজ ভোটার এলাকাতে বসবাস করছেন না তাদেরও ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের কথা ভাবা হচ্ছে। এজন্য নির্বাচনি বাজেটে সব মিলিয়ে পোস্টাল ব্যালটে ব্যয় হবে প্রায় ৪০০ কোটি টাকা।

এতে, তালিকাভুক্তি ও নিবন্ধন কার্যক্রম ৩০ নভেম্বরের মধ্যে শেষ করে ০৫ জানুয়ারির মধ্যেই ব্যালট পেপার প্রেরণ ও ভোটারদের নিকট পৌঁছানোর কার্যক্রম সমাপ্তির পরিকল্পনা তুলে ধরা হয়েছে। কর্মপরিকল্পনায় অংশীজনের সঙ্গে সংলাপ, ভোটার তালিকা চূড়ান্ত করা, নির্বাচনী আইন-বিধি সংস্কার, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণসহ ২৪টি কাজের কথা বলা হয়েছে।

ভোট প্রদান এবং ব্যালট পেপার বাংলাদেশে ফেরত আনার জন্য সময় নির্ধারণ করা হয়েছে নির্বাচনের এক সপ্তাহ পূর্বে। এতে সহায়তা করবে বাংলাদেশ ডাক বিভাগ। এ জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা করা হবে। এ-সংক্রান্ত মোবাইল অ্যাপ ৩০ সেপ্টেম্বরের মধ্যে তৈরি করা হবে। এটি পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে অক্টোবরে।

তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজগুলো শেষ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন রমজানের আগেই নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে এবং ভোটের তারিখের প্রায় ৬০ দিন আগে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে। ১৭ বা ১৮ ফেব্রুয়ারি রমজান মাস শুরু হবে।

ভোটার তালিকা প্রণয়নের কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে। বাদ পড়া ভোটারদের অন্তর্ভুক্ত করে সম্পূরক খসড়া তালিকা প্রকাশ করেছে ইসি। ২০০৭ সালের ১ জানুয়ারি বা এর আগে যাঁদের জন্ম, এমন বাদ পড়া ভোটারদের অন্তর্ভুক্ত করে ৩০ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর যাঁদের জন্ম ২০০৭ সালের ৩১ অক্টোবর বা এর আগে, তাঁদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৩০ নভেম্বর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান