মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিওয়াইএফজি’র ১৫ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পিএম

বাংলাদেশ বুদ্ধিস্ট ফ্রেন্ডশীপ গ্রুপ- বিওয়াইএফজি এর ১৫ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাসাবোস্থ বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটোরিয়ামে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এই উপলক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও উন্নততর ক্যারিয়ার এবং প্রফেশনালিজমের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

২০১০ সালে এক ঝাঁক তরুণ প্রাণ নিয়ে যাত্রা শুরু করেছিলো বাংলাদেশ বুদ্ধিস্ট ফ্রেন্ডশীপ গ্রুপ- বিওয়াইএফজি। বিগত ১৫ বছরে অনেকটা পথ পাড়ি দিয়ে আজকের এই অবস্থানে এসেছে সংগঠনটি। সংগঠনটির সে দিনের অনেক তরুণ আজ দেশ বিদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত। এই যাত্রা পথের সাথীদের নিয়ে শুক্রবার পুনর্মিলীত হয়েছিলো সংগঠনটির কর্মীরা।

শুক্রবার রাজধানীর বাসাবোস্থ বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটোরিয়ামে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এই পুনর্মিলনী শুধুমাত্র পুরনো সহকর্মীদের মিলন মেলায় সীমাবদ্ধ ছিলো না। এই আনন্দ আয়োজনের মাঝেও সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যয়ে, সমকালীন দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালার আয়োজন করে সংগঠনটি। বর্তমান সময়ের বহুল আলোচিত বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স- এআই এবং উন্নততর ক্যারিয়ার ও প্রফেশনালিজমের ওপর কর্মশালার আয়োজন করা হয়।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কর্মশালার শুরুতে সংগঠনটির কর্মীদের তৈরি একটি প্রেজেন্টেশান দেখানো হয়। এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ওপর প্রশিক্ষণ দেন ঢাকা এআই ল্যাবের ফাউন্ডার অলি আহাদ। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান সময়ে বিশ্বব্যাপী প্রযুক্তি ও শিল্পক্ষেত্রে কিভাবে বিপ্লব ঘটাচ্ছে তা তুলে ধরেন।

কর্মশালায় ক্যারিয়ার এবং প্রফেশনালিজমের ওপর ক্লাস নেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্নেহাশীষ বড়ুয়া। তিনি উন্নততর ক্যারিয়ার ও প্রফেশনালিজম এর নানা কৌশল তুলে ধরেন। তিনি বলেন, সফল ক্যারিয়ার গড়তে হলে নিজের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা অনুযায়ী দক্ষতা উন্নয়ন এবং পেশাগত জ্ঞান অর্জন জরুরি। আত্মশৃঙ্খলা, সময় ব্যবস্থাপনা, নেটওয়ার্ক তৈরি ও সঠিক যোগাযোগ দক্ষতা পেশাগত জীবনে সাফল্য আনে।

এরপর গত ১৫ বছরে বিওয়াইএফজির কার্যক্রমে যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় এবং উত্তরীয় পরিয়ে দেয়া হয়। এসময় জনপ্রিয় সংগীত শিল্পী পার্থ বড়ুয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বিওয়াইএফজি নিয়ে তাদের স্মৃতিরোমন্থন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুনর্মিলনী উদযাপন পরিষদের সচিব প্রকৌশলী জুয়েল বড়ুয়া। অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক হৈমন্তী বড়ুয়া ইমু, বিওয়াইএফজির সাবেক সভাপতি প্রনবেশ বড়ুয়া, বিওয়াইএফজি এর স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান চারুউত্তম বড়য়া, মহাসচিব প্রকৌশলী মিহির বড়ুয়া এবং ভারপ্রাপ্ত সভাপতি প্রবীর বড়ুয়া চৌধুরী বক্তব্য রাখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুনর্মিলনীর পর্দা নামে। বিওয়াইএফজির এর শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান