
		মানসিক স্বাস্থ্যসেবা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে সেন্টার ফর সাইকোলজিক্যাল হেলথ-এর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সাইকোলজি স্টাডি সেন্টার’।
রোববার ঢাকার গ্রিন রোডে অবস্থিত সেন্টার ফর সাইকোলজিক্যাল হেলথ এর অধ্যাপক আনিসুর রহমান সভাকক্ষে এক বিশেষ আয়োজনে উদ্বোধন করা হয় এ সেন্টারটি। এসসময় উপস্থিত ছিলেন মনোবিজ্ঞানী, শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটি এর উপউপাচার্য অধ্যাপক ডঃ মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডঃ সামসুদ্দিন ইলিয়াস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, শুনো এর সহ-প্রতিষ্ঠাতা মারিলিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর সাইকোলজিক্যাল এর পরিচালক জুম নাজমুল হাসান।
সাইকোলজি স্টাডি সেন্টারের মূল লক্ষ্য হলো বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করা, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি করা এবং সাধারণ মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা সৃষ্টি করা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা মানসিক স্বাস্থ্য খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক সমাজে স্ট্রেস, ডিপ্রেশন, উদ্বেগ, আসক্তি এবং সম্পর্কজনিত সংকট দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে, পেশাদার ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগ ছাড়া এ সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব নয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেন্টারের পরিচালক জুম নাজমুল হাসান জানান, “আমরা বিশ্বাস করি মানসিক স্বাস্থ্যসেবা কেবল চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি গবেষণা, প্রশিক্ষণ, সচেতনতা ও সামাজিক সমর্থনের মাধ্যমে বিস্তৃত হয়। সাইকোলজি স্টাডি সেন্টারের মাধ্যমে আমরা শিক্ষার্থী, গবেষক এবং পেশাজীবীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে সবাই একসাথে কাজ করতে পারবেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও জানানো হয় যে, সেন্টারটি ভবিষ্যতে একটি বিশেষায়িত রিসার্চ টিম গঠনের উদ্যোগ নেবে, যা মনোবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের মৌলিক ও প্রয়োগমূলক গবেষণার সুযোগ তৈরি করবে। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনাও রয়েছে।
অতিথিদের বক্তব্যে উঠে আসে, মানসিক স্বাস্থ্যসেবার প্রতি এখনো সমাজে বিদ্যমান নানা ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। সাইকোলজি স্টাডি সেন্টার সে প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ অংশে আলোচকরা আশাবাদ ব্যক্ত করেন যে এই উদ্যোগ বাংলাদেশের মানসিক স্বাস্থ্য খাতে একটি নতুন দিকনির্দেশনা দেবে এবং মানসিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও বিজ্ঞানসম্মত হবে।
সভায় আগামী এক বছরের জন্য একটি পরিচালনা পর্ষদ ঘোষণা করা হয়। ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জুম নাজমুল ইসলাম। ডেপুটি- ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন সাগর বড়ুয়া। প্ল্যানিং এন্ড প্রোগ্রাম কো-অর্ডিনেটর জামিউল ইসলাম, ইভেন্ট কো- অর্ডিনেটর নাসিমুল ইসলাম, ফিন্যান্স কো-অর্ডিনেটর উজ্জ্বল বালা, ডকুমেন্টেশন কো অর্ডিনেটর এস এম শহিদুল ইসলাম হৃদয়, আইটি কো-অর্ডিনেটর হেরা, সুবাহ, পাবলিকেশন কো-অর্ডিনেটর মানশি রানী সিংহ, মিডিয়া কো-অর্ডিনেটর নাবিলা ফাইজ। সদস্য হিসেবে থাকবেন বুশরা, অপু, নাজমুল হাসান, রফিকুল ইসলাম সিফাত, রুদাইনা তাসকিন শীলন, ফারিয়া ফারিন ত্রিনা, লিমা, সুমাইয়া জাফরিন।
মন্তব্য করুন