মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ ও অর্থ পাচার সংক্রান্ত ২৩ বস্তা নথি জব্দ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পিএম

চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ ও অর্থ পাচার সংক্রান্ত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুদক।

রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরের দিকে কর্ণফুলী এলাকা থেকে এই নথিগুলো উদ্ধার করা হয়।

দুদক জানায়, গত ১৬ সেপ্টেম্বর আরামিট গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে সাইফুজ্জামানের স্ত্রী রুকমীলা জামানের গাড়িচালক ইলিয়াস নথিগুলো নিজ বাড়িতে নিয়ে আসে। পরে ১৮ তারিখে অভিযান পরিচালনার কিছুক্ষণ আগে পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়িতে নথিগুলো সরিয়ে রাখে সে। পরে রবিবার ভোরের দিকে সেই বাড়ি থেকে নথিগুলো উদ্ধার করা হয়।

দুদক আরও জানায়, প্রাথমিকভাবে নথিগুলো পর্যালোচনা করে ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ক্যাম্বোডিয়ায় সাইফুজ্জামানের সম্পদের তথ্য পাওয়া গেছে।

এছাড়া দেশে-বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেইটেনেন্স ব্যয়সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্টস রয়েছে বলে দেখা গেছে। তাছাড়া, সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে মুদ্রা পাঁচার তথ্য-প্রমাণের নথি রয়েছে বলেও দেখা গেছে।

বিপুল ডকুমেন্টস পর্যালোচনা করতে সময় প্রয়োজন উল্লেখ করে সংস্থাটি জানায়, ২৩টি বস্তায় রক্ষিত নথি পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ কমিশন বরাবর উপস্থাপন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান