
		সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তাকে পরিকল্পনা কমিশনে পদায়ন করা হচ্ছে।
রবিবার (২১ সেপ্টম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে জনপ্রশাসনে এখনো নতুন কাউকে পদায়ন করা হয়নি।
মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ৮২ ব্যাচের কর্মকর্তা। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে তাকে জনপ্রশাসন সচিব করা হয়।
এরপর গত এক বছরে প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা দেখা গেছে। পদায়ন ও পদোন্নতিসহ সচিব, সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগ নিয়েও নানা বিতর্ক তৈরি হয়েছে।
মন্তব্য করুন