মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

খাগড়াছড়ির ঘটনা ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধন : স্বরাষ্ট্র উপদেষ্টা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন, ভারতের মধ্যে অনুপ্রবেশ ও ফ্যাসিস্টদের প্ররোচনায় যদি পাহাড়ে কোনো অপকাণ্ড ঘটানোর চেষ্টা হয়, তা রোধে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রমনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মত ব্যক্ত করেন। অনুষ্ঠানে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খাগড়াছড়িতে পরিস্থিতি ঘোলাটে করার একটা মহল কাজ করছে। ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য আমরা সব প্রস্তুতি নিচ্ছি। কেউ যেন রাস্তাঘাট বন্ধ করে দেয়, বা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তা হতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, পার্বত্য এলাকায় কিছু সন্ত্রাসী গুলি ছুড়েছে; এসব অস্ত্র ও গুলি অনেক সময় সীমান্ত পেরিয়ে আসে। তিনি দেশ প্রকাশ করতে চাননি, তবে সাংবাদিকদের মধ্যে এমন কিছু নাম উঠে এসেছে।

জাহাঙ্গীর আলম বলেন, যে দেশের ইন্ধনে এসব ঘটছে, তাদের নাম আমি এখন বলব না। তবে এসব অপকাণ্ড রোধ করতে সবার সহযোগিতা চাই। দুর্গাপূজার সময় খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেই দিকেও নজর রাখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান