
মৌসুমের শেষ বৃষ্টিবলয় ‘প্রবাহে’ প্রবেশ করেছে বাংলাদেশ। যার ফলে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে কম-বেশি। সে বৃষ্টিপাত আজও অব্যহত আছে।
এরই মধ্যে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ দিয়েছেন এক দুঃসংবাদ। জানিয়েছেন সোমবার দিবাগতের রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রপাতের শঙ্কার খবর। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য দেন।
তিনি তার পোস্টে জানিয়েছেন, ‘আজ সোমবার দিবাগত রাত ১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, ঢাকা রাজশাহী বিভাগ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ময়মনিসংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনসিংহ সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট খুলনা বিভাগ: মাগুরা বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী, ভোলা চট্রগ্রাম বিভাগ: চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া রংপুর বিভাগ: লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা
মন্তব্য করুন