
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
শনিবার (১১ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
উচ্ছেদ অভিযান: ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান এবং অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান চালানো হবে।
সকাল পৌনে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
ডাকসুর কর্মসূচি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাকসু ও মর্নিং রাইডার্সের উদ্যোগে আয়োজিত হবে ‘রান উইথ ডাকসু ভিপি’ শিরোনামে একটি রানিং ইভেন্ট। মল চত্বরে সকাল ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলবে ইভেন্টটি।
এই বিশেষ ইভেন্টে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ডাকসুর অন্যান্য নেতারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। আবদুল করিম সাহিত্যবিশারদের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ডাকসু আয়োজন করছে পুঁথিপাঠের আসর। সন্ধ্যা সাড়ে ৬টায় ডাকসু ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠান শুরু হবে।
মন্তব্য করুন