
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন আরও কঠোর রূপ ধারণ করেছে। সরকারের পক্ষ থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হলেও, তা প্রত্যাখ্যান করে আজ সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আমরণ অনশন’ কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা।
এর আগে, গতকাল রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয় এই নতুন ভাতা বৃদ্ধির আদেশ জারি করে এবং শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। কিন্তু আন্দোলনরত শিক্ষকরা এই প্রস্তাবকে ‘অপর্যাপ্ত’ বলে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, `আমরা শিক্ষা উপদেষ্টার আহ্বান প্রত্যাখ্যান করছি। তার প্রতি আমাদের কোনো আস্থা নেই। আমরা এখন সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।'
তিনি আরও জানান, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন এবং সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান কর্মবিরতি একযোগে অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গতকালও শিক্ষকরা ‘থালা-বাটি হাতে ভূখা মিছিল’ করেছেন। টানা ৯ দিন ধরে রাজপথে অবস্থান ও অনশন কর্মসূচির কারণে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যত অচল হয়ে পড়েছে।
মন্তব্য করুন