
		বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের সংবাদ—বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন স্টেডিয়ামের তালিকায় জায়গা করে নিয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। যুক্তরাজ্যভিত্তিক জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট Cricket 365 সম্প্রতি বিশ্বের সাতটি মনোরম ক্রিকেট ভেন্যুর একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় বাংলাদেশের এই সবুজে মোড়ানো স্টেডিয়ামটি স্থান পেয়ে দেশজুড়ে আনন্দের সাড়া ফেলেছে।
সিলেটের এই আধুনিক ক্রিকেট স্টেডিয়ামটি নির্মিত হয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশে—চারপাশে সবুজ পাহাড়, চা-বাগান এবং খোলা আকাশের নিচে এক অপার সৌন্দর্যের মিশেল। এক নজরেই বোঝা যায় কেন আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে এসেছে এটি। অনেকেরই মতে, এটি শুধু একটি খেলাধুলার ভেন্যু নয়, বরং একটি প্রকৃতির গ্যালারি। স্টেডিয়ামের গ্যালারি থেকে দেখা যায় পাহাড়ি ঢালু ভূমি আর দূরের চা-বাগানের সারি, যা খেলোয়াড় ও দর্শক—দু’য়ের কাছেই এনে দেয় এক ভিন্ন মাত্রার অনুভূতি।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, “চা-বাগানের মাঝখানে পাহাড় ঘেরা এই স্টেডিয়াম বিশ্বের অন্যতম মনোমুগ্ধকর ক্রিকেট ভেন্যু। সবুজে মোড়ানো এই জায়গায় ক্রিকেট দেখা যেন প্রকৃতির কোলে বসে খেলা উপভোগ করার মতো।”
এই স্বীকৃতি বাংলাদেশের জন্য যেমন গৌরবের, তেমনি পর্যটন ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রেও এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। এরপর থেকে এখানে বহু আন্তর্জাতিক ম্যাচ, বিপিএলের আয়োজন এবং নারী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আধুনিক অবকাঠামো, প্রাকৃতিক সৌন্দর্য ও উন্নত সুবিধার কারণে এটি ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর প্রশংসা অর্জন করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সিলেট স্টেডিয়ামের এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের ক্রীড়ার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। পর্যটনকেন্দ্র হিসেবে সিলেটের আকর্ষণও এতে বাড়বে।
সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখন শুধু ক্রিকেটপ্রেমীদের নয়, বরং সৌন্দর্যপ্রেমীদেরও প্রিয় স্থান। সবুজ পাহাড়ের কোলে গড়া এই স্টেডিয়াম প্রমাণ করেছে—বাংলাদেশের মাটিতেও বিশ্বের অন্যতম মনোরম ক্রীড়া ভেন্যু গড়ে উঠতে পারে।
মন্তব্য করুন