
		কারো চাপে প্রতীক তালিকায় 'শাপলা কলি' যুক্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, 'শাপলা ও কলি এক নয়। শাপলা ও শাপলা কলির মধ্যে পার্থক্য আছে। কারো চাপে আমরা শাপলা কলি যুক্ত করিনি। কমিশন মনে করেছে তাই শাপলা কলি যুক্ত করেছে।'
আজ (৩০ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক, চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'কমিশন এর আগের তফসিল সংশোধন করে কয়েকটি পুরনো প্রতীক বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করেছে।'
তিনি বলেন, 'কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য আসায় কমিশন মনে করেছে কিছু পরিবর্তন করা প্রয়োজন। সে বিবেচনায় ১১৯টি প্রতীক নিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে।'
আখতার আহমেদ স্পষ্ট করে বলেন, 'শাপলা কলি' প্রতীক যুক্ত করা কোনো দলের দাবির পরিপ্রেক্ষিতে নয়, বরং কমিশনের নিজস্ব বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত।'
জুলাই জাতীয় সনদ নিয়ে নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানানো আটটি রাজনৈতিক দলের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ইসি তাদের মতামত শুনেছে, তবে গণভোটের সিদ্ধান্ত সরকার নেবে।'
মন্তব্য করুন