
		উপকূল ট্রেন কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করে রেল সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন ভৈরব জেলা বাস্তবায়ন আন্দোলন সংশ্লিষ্টরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ৬৫তম জেলা বাস্তবায়ন ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালনকালে এ কথা জানানো হয়েছে। এতে ভৈরবে সর্বস্তরের ছাত্র জনতা অংশ নেন। সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টায় এই মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠক মহিউদ্দিন, সাইফুর রহমান শাহরিয়া ও মো. জাহিদুল। মোমবাতি প্রজ্বলন কর্মসূচি থেকে আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা-সিলেট মহাসড়কে দূর্জয় চত্বরে জেলা বাস্তবায়নের জন্য দুই রাকাত নফল নামাজ পড়ার কর্মসূচি ঘোষণা করা হয়।
এসময় ভৈরব জেলা বাস্তবায়ন সংগঠক সাইফুর রহমান শাহরিয়া বলেন গত ২৭ অক্টোবর ভৈরব রেল স্টেশনে রেলপথ অবরোধের সময় উপকূল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় উপকূল ট্রেন কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এ ছাড়া রেলের সকল কর্তৃপক্ষকে ক্ষমা করার দাবি জানাই ।
তিনি তখনকার ঘটনার জন্য ভৈরবে স্টেশন মাস্টার ও উপকূল ট্রেনের লোকোমাস্টার ভুলের কারণে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয় বলে দাবি করে বলেন, স্টেশন মাস্টার ও ট্রেনের চালক ট্রেনটিকে চালিয়ে নেওয়ার সময় অনাঙ্খিত ঘটনা ঘটে। যদি ধৈর্য্য ধরে স্টেশন মাস্টার ও চালক কিছুক্ষণ অস্থিরতা না করে ধৈর্য্যধারণ করত, তাহলে আমরা এ পরিস্থিতির শিকার হতাম না।
তখনকার ওই পরিস্থিতির জন্য স্টেশন মাস্টার ও ট্রেনের চালককে দায়ী করা হয়। এই ঘটনায় অজ্ঞাত একশ থেকে একশ পঞ্চাশ জনের নামে মামলা করে স্টেশন মাস্টার। ওই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ওই মিথ্যা মামলা প্রত্যাহারসহ চারজনকে অবিলম্বে মুক্তির দাবি করা হয়।
জানা যায় গত সোমবার দুপুর পৌনে বারটায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে বিক্ষিত্ব লোকজনের রোষানলে পড়ে। তখন রেল অবরোধ কর্মসূচি শেষ সময়ে রেলপথ নিরাপদ না করে ট্রেন চালানো শুরু করলে আন্দোলনকারীদের মধ্যে উত্তোজনা দেখে দেয়। এক পর্যায়ে ট্রেনের ইঞ্জিন লক্ষ করে ইট পাটকেল ছোড়া হয়।
গত ২০/২৫ দিন যাবত ভৈরবকে জেলার দাবিতে গত রোববার মহাসড়ক সোমবার রেল পথ অবরোধ ও মঙ্গলবার নৌ -পথ অবরোধ কর্মসূচী পালন করে তারা। ২০০৯ সালে তৎকালীন সরকার জেলা ঘোষণার জন্য একটি পরীক্ষা-নিরীক্ষা গঠন করে প্রজ্ঞাপন জারি করে। পরবর্তী কারণে রাজনৈতিক কারণে জেলা আর বাস্তবায়ন হয়নি।
মন্তব্য করুন