মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব আজ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৫১ এএম

তৃতীয়বারের মতো আয়োজিত ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব’-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার, ৩১ অক্টোবর। সকাল আটটায় রাজধানীর আসাদগেটের সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে এ দিনব্যাপী উৎসব।

দেশের সাতটি অঞ্চলে অনুষ্ঠিত আঞ্চলিক পর্বের বিজয়ী ৭০টির বেশি স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিচ্ছে জাতীয় পর্বে। এখানে থাকছে প্রজেক্ট প্রদর্শনী ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। প্রজেক্ট প্রদর্শনীতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা একক ক্যাটাগরিতে অংশ নিচ্ছে, আর কুইজে দুইটি বিভাগ—নিম্নমাধ্যমিক (ষষ্ঠ–অষ্টম) ও মাধ্যমিক (নবম–দশম এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী)।

বিজয়ীদের জন্য থাকছে ল্যাপটপ, ট্যাব, বই, বিজ্ঞান বাক্স, ট্রফি, মেডেল ও সার্টিফিকেটসহ নানা পুরস্কার। উৎসবে দিনজুড়ে আয়োজন করা হয়েছে রোবট শো, বিজ্ঞান বক্তৃতা (‘সায়েন্স আনপ্লাগড’), বিজ্ঞান ম্যাজিক, তারকাকথন, প্রশ্নোত্তর পর্ব, গান এবং বিভিন্ন প্রতিযোগিতা।

‘সায়েন্স আনপ্লাগড’ পর্বে আলোচনায় থাকছেন দেশের শীর্ষ বিজ্ঞানী ও শিক্ষকরা—

অধ্যাপক আরশাদ মোমেন: ‘রিলেটিভিটি এবং আইনস্টাইনের মহাবিশ্ব’;

অধ্যাপক লাফিফা জামাল: ‘রোবটেরা কি পৃথিবী দখল করে নেবে’;

অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী: ‘এলিয়েনের অস্তিত্ব ও বিজ্ঞান’;

অধ্যাপক আদনান মান্নান: ‘জিন ও ডিএনএ—যে ভাষায় লেখা আমাদের গল্প’;

বিজ্ঞান বক্তা আসিফ: ‘মহাজাগতিক ক্যালেন্ডার’;

অধ্যাপক বি এম মইনুল হোসেন: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে আলোচনা;

কার্টুনিস্ট নাসরিন সুলতানা মিতু: ‘কালিতুলিতে গল্পবিজ্ঞান’।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক মো. আশরাফুল হক, অধ্যাপক সুগত আহমেদ, লেখক আনিসুল হক, কার্টুনিস্ট আহসান হাবীব, গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, ছড়াকার ডা. রোমেন রায়হান, লেখক তানজিনা হোসেন, গবেষক ড. সৌমিত্র চক্রবর্তী, জ্যোতির্বিজ্ঞানী ড. খান মোহাম্মদ আসাদ, অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, বিকাশ লিমিটেডের মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) এবং বিজ্ঞানচিন্তা সম্পাদক আব্দুল কাইয়ুম।

উৎসবটি সবার জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীরা যোগ দিতে পারবেন রুবিকস কিউব ও সুডোকু প্রতিযোগিতা এবং বিশেষ নিবন্ধিত বিজ্ঞান কুইজে। এসব প্রতিযোগিতার বিজয়ীদের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার।

দেশজুড়ে তরুণদের বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষ্যেই বিকাশ ও বিজ্ঞানচিন্তা-এর এই যৌথ উদ্যোগ, যার জাতীয় পর্বের মাধ্যমে আজ পর্দা নামছে বছরের সবচেয়ে বড় স্কুল পর্যায়ের বিজ্ঞান উৎসবের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান