
		রাতের বেলা রেলস্টেশন প্ল্যাটফর্মের পাশে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। পাশের লাইনে আরেকটি ট্রেন আসছিল। ঠিক সেই সময় একজন যাত্রী দৌড়ে চলন্ত ট্রেনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। হঠাৎ পা পিছলে তিনি চলন্ত ট্রেনটির সামনে পড়ে যান। পড়ে যাওয়া ব্যক্তির ওপর দিয়েই ট্রেনটি চলে যায়।
রবিবার রাতে গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে ব্যক্তিটি অলৌকিকভাবে বেঁচে গেছেন। যদিও তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দৃশ্যটি স্টেশনে থাকা মানুষজন মোবাইলে ধারণ করেন।
জানা গেছে, আহত ব্যক্তির নাম জালাল উদ্দিন (৪০)। বাড়ি গফরগাও উপজেলার চড় আগলী গ্রামে।
মন্তব্য করুন