
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে চারটি বিভাগের জন্য নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
রাজশাহী বিভাগের দায়িত্ব পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ. এন. এম. বজলুর রশিদ। বরিশাল বিভাগের নতুন কমিশনার হয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান। আর ময়মনসিংহ বিভাগের দায়িত্বে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী। এছাড়া ময়মনসিংহ বিভাগের সাবেক কমিশনার মোখতার আহমেদকে খুলনা বিভাগের নতুন কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রমে সার্বিক প্রস্তুতি ও প্রশাসনিক কার্যক্রমের তদারকি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন