
		অনলাইন ডেস্ক: নির্বাচন করতে বেশি সংস্কারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার (১৭ জানুযারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা দাবিতে নাগরিক সমাবেশে তিনি বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে। তিনি বলেন, জনগণ কেন ৮০ টাকায় চাল কেনে সেই জবাব সরকারকে দিতে হবে। বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট বসানোর সমালোচনা করে তিনি বলেন, দ্রব্যমূল্যের সিন্ডিকেট, হজের জন্য বিমান টিকিটের সিন্ডিকেটসহ বিভিন্ন কারণে মানুষ দিশেহারা।
মন্তব্য করুন