
		খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করছে বিএনপি। শনিবার (১৮ জানুয়ারি) কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার মাঠে এক অনুষ্ঠানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।
এসময় তিনি বলেন, অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের পাশাপাশি এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনের জন্য বিএনপি সব সময় ভূমিকা রেখেছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সুপেয় পানির অভাব দূর করতে নানা প্রকল্প হাতে নেয়া হয়। ভবিষ্যতেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে কোনা দুর্যোগ ও প্রাকৃতিক বির্পযয় রোধে কাজ করে যাবে।
এসময় তিনি বলেন, এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা রয়েছে। এইসব কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে যারা সর্বাত্মক সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এসময় বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন আজাদ, পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিএনপির নেতা শাহাদাত হোসেন ডাবলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন