
		নিজস্ব প্রতিবেদক : মত প্রকাশের স্বাধীনতা ও ধারাবাহিক ভোট অধিকার নিশ্চিত করা গেলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন হলে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এতে যুক্ত হন ফাউন্ডেশনের সহসভাপতি জোবায়দা রহমানও। অনুষ্ঠানে জিয়াউর রহমানের জীবন ও কর্ম তুলে ধরেন আলোচকরা।জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার গল্প আমাদের দর্শন শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। অনুষ্ঠানের শুরুতে জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে প্রদর্শন করা হয় তথ্যচিত্র। আলোচনায় অংশ নেন, মুক্তিযোদ্ধা, লেখক, ডাক্তার, শিক্ষাবিদ, রাজনীতিবীদসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এ সময় জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের দূরদর্শী দিকনির্দেশনাগুলো তুলে ধরেন আলোচকরা। বলেন, যার ঘোষণার মধ্য দিয়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে, আইন করে তা বাদ দেয়া যাবে না।সুদূর লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তারেক রহমান। যুক্ত হন ফাউন্ডেশনের সহ-সভাপতি জোবায়দা রহমানও। এসময় জিয়াউর রহমানকে নিয়ে কবিতা আবৃত্তি করেন তিনি। জিয়াউর রহমানের শাসনকাল ও জীবনের নানা দিক তুলে ধরেন তারেক রহমান। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, গণতন্ত্র সুরক্ষিত রাখতে মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলেই আগামীতে দেশ ও জাতি এগিয়ে যাবে।
মন্তব্য করুন