
		নিজস্ব প্রতিবেদক: সংস্কার ও সুশাসন কায়েমের জন্য অন্যদের চেয়ে বিএনপিই এগিয়ে বলে মন্তব্য করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম।শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ধানমন্ডির রাইফেলস স্কয়ারের সামনে থেকে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ কালে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আড়াই বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দলের স্থায়ী কমিটি ২৭ দফা সংস্কার ঘােষণা করেছিলেন। ২০২৩ সালে এই ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেন।ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, ৩১ দফায় বলা হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে অন্যান্য দলগুলোকে আহ্বান জানাবে সরকার গঠনে অংশগ্রহণ করার জন্য। এছাড়া কেউ পরপর দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এতে ক্ষমতার ভারসাম্য থাকবে।
মন্তব্য করুন