
		নিজস্ব প্রতিবেদক: দেশের বেশিরভাগ মানুষ ইসলামের শাসন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিগুলো এক হচ্ছে। শুক্রবার (২৪শে জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমির বলেন, আগামী নির্বাচনে সকল ইসলামি দলগুলোকে নিয়ে জোট করার কাজ চলমান রয়েছে। তবে, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। আওয়ামী লীগের মতো বিএনপি বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন দেশের মানুষ একটি পরিশুদ্ধ বিএনপি চায়।
মন্তব্য করুন