মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগ সুবিচার নির্বাসনে পাঠিয়েছিলো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:২৪ পিএম

নিজস্ব প্রতিাবদক: পতিত আওয়ামী লীগ সরকার সুবিচার নির্বাসনে পাঠিয়েছিলো বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নিজেদের অপকর্মের দায় জামায়াতের ওপর চাপাতে চেয়েছিলো বিগত সরকার। আজ শনিবার দুপুরে দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রায় ২০ বছর পর দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে কর্মী সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। দীর্ঘদিন পর এই আয়োজনে সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন দিনাজপুরসহ আশপাশের জেলার নেতা কর্মীরা। এসময় গত ৫৪ বছর খুন, ধর্ষণ, লুটপাটসহ নানা অপরাধে জড়িতদের নাম কালো তালিকাভূক্ত করার আহবানও জানান জামায়াতের আমীর। এদিকে সাভারে আরেক অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, দেশে গোঁজামিলের ভোটার তালিকা প্রণয়নের কাজ চলছে। দুপুরে সাভারে রেডিও কলোনি মাঠে আয়োজন করা হয় জামায়াতে ইসলামী ঢাকা জেলা ইউনিটের সম্মেলন। এসময় তিনি এসব কথা বলেন। জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, দেশে গোঁজামিলের ভোটার তালিকা প্রণয়ন কাজ চলছে বলেও অভিযোগ করেন। স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের দাবি জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা