
		নিজস্ব প্রতিবেদক: দ্রুত নির্বাচনের দাবি আদায়ে রাজপথে নতুন কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করতে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠক অব্যাহত রেখেছে বিএনপি।
শুক্রবার (৩১শে জানুয়ারি) বিকেলে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে প্রথমে ১২ দলীয় জোটের সাথে বৈঠকে বসে বিএনপি’র লিয়াজো কমিটি। এরপর সন্ধ্যায় বৈঠক হয় জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে। এসময় ঐক্য ধরে রাখার বিষয়ে একমত পোষণ করেন নেতারা। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। সে দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠক শুরু করেছে দলটির নীতিনির্ধারকরা।এর অংশ হিসেবে শুরুতেই বৈঠকে বসে ১২ দলীয় জোটের সাথে। শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে জোটের পক্ষে নেতৃত্ব দেন জোট প্রধান মোস্তফা জামান হায়দার। আর বিএনপির পক্ষে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।একই দিন সন্ধ্যায় জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে বৈঠক করে বিএনপি। এতে বিএনপির পক্ষে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠক শেষে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি বলেন, বিএনপির সাথে যুগোপৎভাবে পথ চলবে তার দল।বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, সংস্কার কর্মসূচিসহ নানা বিষয়ে একমত হয়েছে দুই দল। দ্রুত নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটের সাথে বৈঠক অব্যাহত থাকবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন