মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জুলাই গণহত্যার বিচার দাবিতে ছাত্র শিবিরের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ জুলাই গণহত্যার বিচার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শুক্রবার (৩১শে জানুয়ারি) দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে থেকে একটি মিছিল বের করে ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরা। পরে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় বক্তারা জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানান।খুলনায় বিকেলে নগরীর বাইতুন নূর জামে মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অপরাধ ও জুলাই আগস্ট বিপ্লবের গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি করেন। এসময় খুলনা মহানগরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়নসহ অনেকে উপস্থিত ছিলেন। রাজশাহীতে জুমার নামাজ শেষে গণমিছিল করেছে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের নেতারা। এ সময় সমাবেশে বক্তারা, গেল ছয় মাসেও অভ্যুত্থানের হত্যার সাথে জড়িতদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। নেতারা শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। এদিকে একই দাবিতে নীলফামারীতেও কর্মসূচি পালন করে সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা