মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ষড়যন্ত্র অব্যাহত রেখেছে পতিত স্বৈরাচারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৬ পিএম

নিজস্ব সংবাদদাতা: দেশে নানা উছিলায় পতিত স্বৈরাচারের দোসররা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। যেকেনো মূল্যে ঐক্যবদ্ধ থেকে জনগনকে সাথে নিয়ে দেশ পুনর্গঠনের ঘোষণা দেন তারেক রহমান।

দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন। শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলার আব্বাস উদ্দিন কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ১৭ বছরের আন্দোলন, অনেক নির্যাতন-নিপীড়ন ও ত্যাগের বিনিময়ে স্বৈরাচার সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে। আওয়ামী লীগের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই বলে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জবাবদিহিতার অভাবে আওয়ামী লীগ দেশের সকল প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করে।

নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করে নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।

দেশকে এগিয়ে নিতে বৃহৎ দল হিসেবে বিএনপি’র ওপর যে দায়িত্ব এসেছে, তা পূরণে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশও দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
একই আসনে জামায়াত-বিএনপি থেকে দুই সহোদরের মনোনয়ন
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা