
		নিজস্ব সংবাদদাতা: দেশে আর কোন বিচারবহির্ভূত হত্যাকান্ড দেখতে চাই না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থেকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব বলেন তিনি। যেকোনো নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানানো হবে। তবে সরকারের মধ্যে থেকে দল গঠন করা হলে জনগণ তা মেনে নেবে না বলেও জানান বিএনপি মহাসচিব।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল এবং উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে উত্তরায় ১৩ নাম্বার সেক্টরে এ অনুষ্ঠানের আয়োজন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে এতে যোগ দেন কেন্দ্রীয় নেতারা।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ ভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশে দ্রুত আইনের শাসন প্রতিষ্ঠার করার কথাও বলেন বিএনপি মহাসচিব।
১৫ বছরের আন্দোলন সংগ্রামে বিএনপির অনেক নেতা কর্মী নিহত হয়েছে জানিয়ে তিনি রাজনীতিতে কোন সংঘাত যাতে তৈরি না হয় সে আহ্বান জানান।
এদিকে, নয়াপল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে।
মন্তব্য করুন