
		অনলাইন ডেস্ক : পলাতক শেখ হাসিনা উসকানি দিয়ে দেশকে উত্তপ্ত করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমীর ডাক্তার শফিকুর রহমান। দেশের পরিস্থিতি ঠিক করার পাশাপাশি পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে তাগিদ দিয়েছেন তিনি। এদিকে, স্বৈরাচারের দোসররা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর পল্টনে শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে শিবিরের কেন্দ্রীয় নেতাকর্মীদের পাশাপাশি জামায়াত নেতারাও অংশ নেন। পরে অনুষ্ঠিত সমাবেশে শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা দেশের জনগণ মেনে নেবে না। গণহত্যার বিচারে ধীরগতি নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি।এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, স্বৈরাচার শেখ হাসিনার বিচার নিশ্চিত করা হবে।এদিকে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগ দেন জামায়াত আমীর ডাক্তার শফিকুর রহমান। এসময় তিনি বলেন, পলাতক স্বৈরাচার উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। বর্তমান সরকারকে এই অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হতে হবে।আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তা ফিরিয়ে জনকল্যাণে ব্যয় করতে সরকারের প্রতি আহবানও জানান তিনি।
মন্তব্য করুন