
		নিজস্ব প্রতিবেদক: চলতি মাসেই নতুন দলের আত্মপ্রকাশ হবে। আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে পরিবারতন্ত্র মুক্ত। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সভায় এসব কথা বলেন নেতারা। এসময় কবি ফরহাদ মজহার বলেন, ৭২ এর সংবিধানের অধীনে সরকার গঠন করেই বিপ্লব বেহাত হয়েছে।ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি ঢাকা মহানগর দক্ষিণ। এতে অতিথি আলোচক হিসেবে উপস্থিত হয়ে কবি ফরহাদ মজহার বলেন, ৭২ এর সংবিধানের অধীনে সরকার গঠন করেই বিপ্লব বেহাত হয়েছে।প্রশ্নোত্তর পর্বে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, তরুনদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল কোন পরিবার তন্ত্রে সীমাবদ্ধ থাকবে না। এসময় নতুন রাজনৈতিক দল গঠন নিয়েও কথা বলেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ধর্ম বিদ্বেষীদের কোনো স্থান নেই বলে হুশিয়ারি দেন তারা।কোন উপদেষ্টা জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিতে চাইলে সরকার থেকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন সংগঠনের নেতারা।
মন্তব্য করুন